
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিনের খুনিদের গ্রেফতার দাবিতে সমাবেশ করেছে স্থানীয় নেতাকর্মীরা। রোববার বিকেলে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় কুলাসার মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান। ইউনিয়ন আ’লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ভ. ম আফতাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খোকন, উপজেলা আ’লীগের ক্রীড়া সম্পাদক জিয়াদ হোসেন জাবেদ। ইউপি মেম্বার ও যুবলীগ নেতা শামীম তৈমুর মাইকেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দেলু, এয়াকুব আলী ভূঁইয়া, মুক্তিযোদ্ধা কবির আহম্মদ, যুবলীগ নেতা আলাউদ্দিন সোহাগ, খন্দকার মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা যুবলীগ নেতা জামালের খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জানুয়ারি শুক্রবার রাতে একই ইউনিয়নের পদুয়া এলাকায় প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের হাতে নির্মমভাবে খুন হন যুবলীগ নেতা জামাল উদ্দিন। এঘটনায় তৎকালিন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামী করে হত্যা মামলা করা হয়।