
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লাবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা। আজ বৃহষ্পতিবার বিকাল ৩টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকায় ভোট চান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনী জনসভায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। এমসয় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীককে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।
ভিডিও কনফারেন্সে কুমিল্লা টাউন হল মঠে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরুসহ কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১০টি আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা।