
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ডাকসু নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বদ্যিালয় এলাকায় জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। বিশ্ববিদ্যালয়ের পাশ ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
শনিবার (৯ মার্চ) সকালে ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ক্যাম্পাসের প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থী জানমালের ক্ষতি না ঘটে, সে জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে।
উল্লেখ্য, প্রসঙ্গত, আগামী সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ওই দিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।