Published : Wednesday, 8 May, 2019 at 1:33 PM, Update: 19.05.2019 10:33:48 PM
তানভীর দীপু: কুমিল্লায় বিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলী দাস। আজ বেলা ১১টার দিকে তিনি বন্দরের পোর্ট অপারেটর প্রতিষ্ঠান বেক্সিমকো লিঃ এর কার্যালয়ের সামনে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এসময় জেলা প্রশাসক আবুল ফজল মীর , পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এখানে তিনি ল্যান্ড পোর্ট অফারেটরস কর্মকর্তা, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট এসোসিয়েশান ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশেিনর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মত বিনিময় কালে ১০বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কমিশনা মাহবুবুজ্জামান, ল্যান্ড পোর্ট অফারেটস এর সিইও মো. কবিরুজ্জামান উপস্থিত ছিলেন। পরে হাই কমিশনার বাংলাদেশের বিবির বাজার স্থলবন্দর ও ভারতের শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন করেন।
নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলী দাস জানান, বিবির বাজার স্থলবন্দরটি একটি গুরুত্বপূর্ন বন্দর, তাই এই বন্দরটি পরিদর্শনে এসেছেন তিনি।