Published : Wednesday, 26 June, 2019 at 12:00 AM, Update: 26.06.2019 1:48:42 AM

স্টাফ রিপোর্টার।। কুমিল্লার সুজানগরে ভাড়াটিয়ার নিকট দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সুজানগর বায়তুল আমান জামে মসজিদের উত্তরে আজিজ ইলেক্ট্রনিক্স নামে দোকানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক নুরুন্নবী পাপন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও ৮জনকে অজ্ঞাত করে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ে করেন।
অভিযোগে জানা যায়, আজিজ ইলেক্ট্রনিক্সের মালিক নুরুন্নবী পাপনের বাড়ির ভাড়াটিয়ার নিকট চাঁদা দাবি করে এলাকার উশৃঙ্খল, চাঁদাবাজ ও মাদক সেবী প্রকৃতির লোক। তিনি চাঁদা দাবির কথা জিজ্ঞাসা করলে উল্টো আমার নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে হুমকি ধমকি প্রদান করে। এর জের ধরে গতকাল বিকাল সাড়ে ৫টায় তারা ছেনী, লোহার রড, শাবল দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এতে আমার ৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়। তাদের বাধা প্রদান করলে আমাকেও এলোপাথারি মারধর করে বিভিন্ন স্থানে ফুলা জখম করে এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় নুরুন্নবী পাপন বাদী হয়ে সুজানগর এলাকার কাশেম মিয়ার পুত্র শাহজাহান @ কালু, রফিক মিয়ার পুত্র শাকিল, মো: রাজন, মৃত বাচ্চু মিয়ার পুত্র বাবু, দেলু মিয়ার পুত্র রবিউল ইসলাম ও মো: রনিকে আসামি করে কোতয়ালি থানায় অভিযোগ করেন। এছাড়াও ৭/৮জনকে অজ্ঞাত আসামি করা হয়।