Published : Thursday, 27 June, 2019 at 12:00 AM, Update: 27.06.2019 2:29:52 AM

জহির শান্ত:
‘প্রধানমন্ত্রী
শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে উন্নয়ন
কেবল নির্দিষ্ট কিছু জায়গায় নয়; শহর থেকে গ্রাম- সাদেশের সবখানেই উন্নয়নের
ছোঁয়া পৌঁছে দিতে চান তিনি। আর সে লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একিভূত হয়ে
কাজ করতে হবে। শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ পথিকৃৎ কুমিল্লা থেকেই বাস্তবায়িত
হোক অভীষ্ট উন্নয়ন।’
গতকাল কুমিল্লায় স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়ন
অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালায় বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
কুমিল্লার
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলাম। কর্মশালায় জেলার বিভিন্ন পৌরসভার মেয়র,
উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি, সরসকারের সকল বিভাগের
উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সরকারের এজেন্ডা বাস্তবায়নে
জনপ্রতিনিধিদের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবদুল
মান্নান বলেন, সরকারের ইশতেহার ও আপনাদের উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে
প্রশাসনিক কর্মকর্তাদের সাথে একিভূত হয়ে কাজ করতে হবে। এজন্য আজকের
কর্মশালায় আপনাদের উপস্থিতির গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা সারাদেশে সমান উন্নয়ন ছড়িয়ে দিতে চান। এজন্য তিনি বলেছেন- গ্রামেই
মিলবে শহরের সকল সুযোগ সুবিধা। অর্থাৎ ‘আমার গ্রাম-আমার শহর।’
তিনি
বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নে অনেকদূর এগিয়েছে। এ অর্জন সম্ভব হয়েছে
বাংলাদেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায়। কারণ সরকারি সকল সুযোগ-সুবিধা
দেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছার কারণেই তারা দেশের উন্নয়নে ভূমিকা
রাখতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন গ্রামেও শহরের সুবিধা পৌঁছে দিতে
চান। এজন্য তিনি কিছু লক্ষ্য ঠিক করে দিয়েছেন। আর কুমিল্লা থেকেই যদি এসব
অভীষ্ট উন্নয়ন বাস্তবায়ন করা যায়- তবে কুমিল্লার মানুষ হিসেবে আপনার/
আপনাদের মুখ আরো বেশি উজ্জ্বল হবে।