Published : Monday, 1 July, 2019 at 1:43 PM, Update: 01.07.2019 1:50:50 PM
হুমায়ূন কবির জীবন।। আজ দুপুর ১২টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি সংস্কার, বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মানের দাবিতে জেলা প্রশাসক আবুল ফজল মীর এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন কুমিল্লার সংস্কৃতি কর্মীরা। স্মারকলিপি প্রদানের আগে জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে মানববন্ধনও করেন সংস্কৃতি কর্মীরা। তাঁরা কুমিল্লাকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আয়াত আলী খাঁ, শচীন দেব বর্মন এর শহর। শিল্প সংস্কৃতির শহর উল্লেখ করে কুমিল্লা জেলা লিল্পকলা একাডেমি বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মানসহ সংস্কারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার নাট্যগুরু সংলাপ কুমিল্লার পরিচালক শাহজাহান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট শহীদুল হক শপন, সংস্কৃতি সংসদ এর সভাপতি আবুল কাশেম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ জহির, সম্মিলিত নাট্য জোট নেতা মো. মাহমুদুর রহমান বাবুল প্রমুখ।
শিক্ষা ও সংস্কৃতির পাটপীঠ কুমিল্লার সাংস্কৃতিক কর্মীদের অন্যতম চর্চা কেন্দ্র ও মিলনস্থল হলো এ জেলা শিল্পকলা একাডেমি। বছর জুড়েই এ স্থানটিতে চলে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ নানা সাংস্কৃতিক চর্চা, প্রশিক্ষণ, পরিবেশনা ও আলোচনা সভা।
কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে বিদ্যুতের বিল বাকি থাকা ও নিজস্ব বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় এক বছর চার মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে শিল্পকলা একাডেমীর। এমনকি নেই পানি সরবরাহের ব্যবস্থাও। আর এতে করে স্থবির হয়ে পড়েছে সাংস্কৃতিক কার্যক্রম। সংস্কৃতি চর্চার অন্যতম এ স্থানটি দীর্ঘ তিনমাস যাবৎ বিদ্যুৎহীন থাকায় ক্ষুব্ধ কুমিল্লার সাংস্কৃতিক কর্মীরা। অচিরেই এ সমস্যা সমাধানের দাবি তাদের।