
শেষ হলো বাংলাদেশের শেষ চারের আশা। পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (০৫ জুলাই) খেলেই শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। সেমিফাইনালের স্বপ্ন যে ভেঙে গেলো ভারতের কাছে হেরে। মঙ্গলবার (০২ জুলাই) এজবাস্টনে বিরাট কোহলির দলের কাছে ২৮ রানে হারতে হলো বাংলাদেশকে।
এ পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। অথচ ম্যাচে একটি বড় জুটি হলে নির্ধারিত ৫০ ওভারে ৩১৫ রানের লক্ষ্যটা হয়তো ছুঁতে পারতো টাইগাররা। যা কি-না ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে সেই আক্ষেপের কথাই জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
পরাজয়ের ব্যাখ্যায় অধিনায়ক মাশরাফি বলেন, আমাদের চেষ্টাটা ভালো ছিল। তবে জয়ের বিকল্প কিছুই ছিল না আমাদের সামনে। বেশ কিছু ভালো জুটি হয়েছিল। কিন্তু একটাও বড় হয়নি। কোনো একটা জুটি যদি ৮০-৯০ রানের হতো, তাহলে ম্যাচটা ভিন্ন হতে পারতো। এছাড়া খানিক ভাগ্যও আমাদের পক্ষে আসতে পারতো।
তবে নিজের সর্বস্ব উজাড় করে দেয়া সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসাতে ভোলেননি মাশরাফি। তিনি বলেন, সাকিব আল হাসান শুরু থেকেই দুর্দান্ত ফর্মে। মুশফিকও ভালো ব্যাটিং করছে। মোস্তাফিজের আজকের বোলিংও অসাধারণ ছিল। সবমিলিয়ে টুর্নামেন্টটা খারাপ যায়নি আমাদের।
নিজেদের শেষ ম্যাচটা জিতেই ইতি টানতে চান অধিনায়ক মাশরাফি। বলেন, আশাকরি শেষটা জয় দিয়ে রাঙাতে পারবো।