
নব্বইয়ের দশকে মুক্তি পেয়েছিল সালমান আমির অভিনীত ছবি ‘আন্দাজ আপনা আপনা’। কমেডি নির্ভর এ ছবিটি ব্যপক আলোড়ন ছড়িয়ে ছিল দর্শকদের মাঝে। একই সাথে আমির-সালমানের জুটিও জনপ্রিয়তা পেয়েছিল। এরপর দীর্ঘ ২৫ বছর তাদের পর্দায় একসাথে আর দেথা যায়নি।
তবে বর্তমানে ভক্তদের জন্য সখবর হলো ২৫ বছর পর পুনরায় তাদের পর্দায় একসাথে দেখা যাবে। ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দুই খানকে।
সিক্যুয়ালের চিত্রনাট্য লিখবেন ‘আন্দাজ আপনা আপনা’র চিত্রনাট্যকার দিলীপ শুক্লা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিক্যুয়াল লেখা সব সময়ই কঠিন। তবে সালমান ও আমিরকে ছাড়া সিনেমাটি বানালে তা অসম্পূর্ণ থেকে যাবে। সিক্যুয়ালের প্রযোজক বিনয় সিনহা ও প্রীতি সিনহা।
জানা যায়, ‘আন্দাজ আপনা আপনা-টু’ ছবিটি বেশ বড় বাজেটের হতে চলেছে বলে ভেবেচিন্তে এগোতে চাইছেন প্রযোজকেরা। অমর ও প্রেমের চরিত্রে অভিনয় করার জন্য রণবীর সিং ও বরুণ ধাওয়ানের কথা বিবেচনা করা হয়েছে।
পূর্বের ছবিটিতে সিনেমায় দুই নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুর। নতুন সিনেমায় তাদের স্থানে কোন কোন অভিনেত্রীদের নেয়া হবে তা এখনও জানা যায়নি।