
বুড়িচং
প্রতিনিধি: শুক্রবার কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় একটি যাত্রীবাহি
সিএনজিতে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় পুলিশ বাদী হলে মাদক আইনে মামলা দায়ের
করে।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানান শুক্রবার সকালে বুড়িচং
থানার এসআই সুজন শ্যাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার
বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজারে অবস্থান নেয়। কুমিল্লা-বাগড়া
সড়কের কালিকাপুর উত্তর বাজার ব্রীজের উপর কুমিল্লাগামী যাত্রীবাহি সিএনজিতে
তল্লাশি দিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা বহনকারী ২ জনকে
আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী। স্ত্রী হলো-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরবিশ^াস (হাসেম মাষ্টারের বাড়ীর) মোঃ
জাহাঙ্গীর আলমের স্ত্রী শারমিন আক্তার (২৮), একই জেলা ও উপজেলার বড়পাশা
(আইঞ্জ উদ্দী খোদনাবাড়ী) গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে জাহাঙ্গীর আলম
(৪২)।
শুক্রবার বিকেলে বুড়িচং থানা পুলিশ আটককৃতদেরকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
কুমিল্লার বুড়িচংয়ে দেড় হাজার ইয়াবাসহ ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ
বুড়িচং ষোলনলের ছাত্রদল সভাপতি ১৫০০ পিছ ইয়াবাসহ আটক
কুমিল্লার
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছাএদল সভাপতি ইকরাম হোসেনকে শুক্রবার
সন্ধ্যায় ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ।
শুক্রবার (৫জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বুড়িচং উপজেলার শিকারপুর গ্রাম থেকে ১৫০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিশ্বকাপ
ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৬০০ এর বেশি রান করেছেন।
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও ঢুকে গেছেন সেরা দশে। অথচ
সেমিফাইনাল না খেলেই দেশে ফিরতে হবে সাকিব আল হাসানকে! ম্যাচশেষে তাই
সাকিবের জন্য সহানুভূতি জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।