
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম দলের ডাকা হরতালে বিএনপি সমর্থন জানালেও রাজপথে তাদের কোন কর্মতৎপরতা দেখা যায়নি। কোনো নেতার দেখা মেলেনি। একই সঙ্গে হরতালকে সমর্থন জানানো গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্যে এবং এলডিপির নেতাদেরও হরতালের পক্ষে কোন মিছিল বা সড়কে অবস্থান নিতে দেখা যায়নি।
রোববার (৭ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা, পুরানো পল্টন, মালিবাগ, কাকরাইল, গুলিস্তান, মতিঝিল এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
সকাল ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝোলানো দেখা যায়। এ বিষয়ে মোবাইল ফোনে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এদিন ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলতে দেখা যায়। যা সপ্তাহের অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়তে থাকে গণপরিবহনের সংখ্যা। পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের পক্ষে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এসময় তারা গ্যাসের মূল্যবৃদ্ধিরসহ রাজনৈতিক নেতাদের হয়রানির প্রতিবাদ জানানো হয়।
হরতালের পক্ষে যেকোনো প্রকার পিকেটিং প্রতিরোধ করতে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে মহড়া দিতে দেখা যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের।
এর আগে গত ৫ জুলাই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বামজোটের ডাকা অর্ধদিবস হরতালে দলের নৈতিক সমর্থনের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।