
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুলাল হোসেন (১৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দুলাল কিরনগঞ্জ গ্রামের (১নং ওয়ার্ড) শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের দাবি, রোববার (৭ জুলাই) দিবাগত রাতে কয়েকজন সঙ্গীসহ ভারতে অনুপ্রবেশের পর গভীর রাতে ১৭৮ নং সীমান্ত মেইন পিলারের নিকট দুলাল বিএসএফ’র সবদুলপুর ক্যাম্প সদস্যদের গুলিতে নিহত হন। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে আসে।
স্থানীয়রা আরও দাবি করেছেন, তারা রাত আড়াইটার দিকে সীমান্তে গুলিবর্ষণের শব্দ পেয়েছেন। পরে দুলালের মরদেহ সোমবার (৮ জুলাই) ভোরে সীমান্তের ২০/২৫ গজ ভারতের অভ্যন্তরে পড়ে থাকতে দেখেন। এসময় বিজিবি কিরনগঞ্জ বিওপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।সকালেই দুলালের মরদেহ বিএসএফ ভারতের আরও ভেতরে নিয়ে যায়।
বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিএসএফ’র গুলিতে দুলাল নিহত হবার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছার কথা জানান। ইউপি চেয়ারম্যান বলেন, বিজিবি’র উর্ধতন কর্মকর্তারা সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন। তারা বিএসএফ’র সাথে যোগাযোগ করেছেন। দুপুর ১২টা পর্যন্ত মরদেহ ভারতেই ছিল বলে জানান ইউপি চেয়ারম্যান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়নের একটি সূত্র এমন ঘটনার কথা শুনেছেন বলে স্বীকার করেছেন।
অপরদিকে ৫৯’বিজিবি অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসানের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি দুপর আড়াইটার পর বিষয়টি সম্পর্কে জানাবেন বলে জানান।
নিহত দুলাল ও তার সহযোগীরা কি কারণে ভারতে প্রবেশ করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি।