Published : Tuesday, 9 July, 2019 at 12:00 AM, Update: 09.07.2019 2:30:06 AM

ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামী শফিকুল ইসলাম শফিক, আনু মিয়া, হাসিনা বেগম ও মমিন মিয়া নামের ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই তীথংকর দাস, এস আই রাজু আহাম্মেদ, এএস আই বিপুল চন্দ্র রায় গত ৭ জুলাই রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি (আনন্দপুর) এলাকার মোঃ শাহিন মিয়া প্রকাশ আব্দুল মতিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম শফিক, একই ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোঃ মমিন মিয়া (৪০), দক্ষিণ চান্দলা (খামারচারা) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আনু মিয়া (৬১) এবং মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামের মোঃ সেলিম মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৬) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলেই বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামী। পরে গতকাল সোমবার সকালে গ্রেফতারকৃতদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।