Published : Wednesday, 10 July, 2019 at 12:00 AM, Update: 10.07.2019 2:17:37 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরের দেবরের ৭ বছর বয়সী
শিশুপুত্রকে হত্যার দায়ে হোসনেয়ারা বেগম (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন
কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার
দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরনাহার বেগম
শিউলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগম কুমিল্লার বরুড়া
উপজেলার শাকপুর গ্রামের আবুল বাশারের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়,
২০১৬ সালের ৩১ মার্চ কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের আবুল কাশেমের ৭
বছর বয়সী শিশুপুত্র ইব্রাহীম খলিল নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর ২ এপ্রিল
বাড়ির পাশের পুরাতন ময়লার ট্যাংকের ভেতর থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করে
পুলিশ। পরে শিশুটির বাবা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে
একটি মামলা করেন।
বরুড়া থানা পুলিশ মামলাটির দীর্ঘ তদন্ত শেষে গত বছরের
৫ আগস্ট নিহতের চাচি হোসনেয়ারা বেগমকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল
করে। মঙ্গলবার এ মামলার রায় প্রদান করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা
বরুড়া থানার ওসি আজম উদ্দিন আহম্মদ জানান, দেবর আবুল কাশেমের স্ত্রীর সঙ্গে
পারিবারিক দ্বন্দ্ব থেকে তাদের ছেলে ইব্রাহীম খলিলকে শ্বাসসরোধে হত্যা
করেন হোসনেয়ারা বেগম। পরে তার লাশ বাড়ির পুরাতন ময়লার ট্যাংকে গুমের চেষ্টা
করেন। গ্রেপ্তারের পর আদালতে দেয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে হোসনেয়ারা বেগম
হত্যার দায় স্বীকার করেন।