দুদকে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: সচিব
Published : Friday, 12 July, 2019 at 12:00 AM
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ও তদন্তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। বৃহস্পতিবার (১১ জুলাই) দুদক প্রধান কার্যালয়ে ‘অনুসন্ধান ও তদন্ত সংক্রান্ত’ সাত দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, ‘দুদকে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা হবে।’
প্রশিক্ষণে দুদকের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ৩০ কর্মকর্তা অংশ নেন।
জিজ্ঞাসাবাদ, গ্রেফতার, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে দুদক সচিব বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চিত করতে হবে।’