
উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের সংখ্যা ও জিপিএ-৫ বেড়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৯ হাজার ৫৫৪ শিক্ষার্থী আবেদন করেছিল। তার মধ্যে ২৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়। ফেল থেকে পাস করেছে ৬১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
শুক্রবার (১৬ আগস্ট) কুমিল্লা শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ড. আছাদুজ্জামান বলেন, পুনঃনিরীক্ষণের আবেদনে ৯ হাজার ৫৫৪জন শিক্ষার্থীর ২৫ হাজার ৯৫৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। তার মধ্যে ফেল থেকে পাস করে ৬১ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ফলে জিপিএ-৫ পাওয়াসহ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১জনে।
প্রসঙ্গত, ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৭.৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৩৭৫ পরীক্ষার্থী।