Published : Sunday, 18 August, 2019 at 1:21 PM, Update: 18.08.2019 2:35:24 PM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজি চালিত আটোরিকশার একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত এবং আরো ১ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২টায় লালমাই উপজেলার বাগমারার গামতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জন নারী রয়েছেন।
ঘটনাস্থতে থাকা প্রত্যক্ষদর্শী অপু ইসলাম জানান, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় সিএনজি চালিত আটোরিকসাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা দুইজন নারী, দুইজন পুরুষ ও এক কিশোর ঘটনাস্থলে ৭ নিহত হন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে বাস ও সিএনজিটি উদ্ধার করেছে।
ধারনা করা হচ্ছে হতাহতরা একই পরিবারের। তাৎক্ষণিকভবে তাদের পরিচয় পাওয়া যায় নি।