Published : Sunday, 8 September, 2019 at 12:00 AM, Update: 08.09.2019 1:50:51 AM

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ রবিবার বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
এর
আগে সংসদ ভবনে অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের
মেয়াদসহ অন্যান্য কার্যক্রম নির্ধারিত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এ
অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার
সংবিধানিক মতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানের বিধান
অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।
সংবিধানের এই বাধ্যবাধকতা মানতেই এ অধিবেশন বসছে।
এর আগে গত ১১ জুলাই সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হবে।