সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে জব ফেয়ার আগামীকাল
Published : Sunday, 22 September, 2019 at 12:00 AM
স্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে আগামী ২৩ সেপ্টেম্বর. ২০১৯ রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জব ফেয়ার। সিসিএন শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সিসিএন পলিটেকনিকের আয়োজনে অনুষ্ঠিতব্য জব ফেয়ার টি ২৩ সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে।
জব ফেয়ারের পাশাপাশি স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের (সেইপ) অধীনে সিসিএন পলিটেকনিকে পরিচালিত স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জব ফেয়ারের উদ্বোধন করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মো. তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। অনুষ্ঠানমালায় আরও উপস্থিত থাকবেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির সভাপতি প্রকৌশলী আল আমিন, রিহ্যাব এর পরিচালক ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, প্রকৌশলী মহিউদ্দিন শিকদার, আসাদুর রহমান জোয়ার্দার, শাকিল কামাল চৌধুরী, লায়ন শরীফ আলী খান। আরটিআই স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রকৌশলী এন এম নূর কুতুবল আলম, সেইপ-রিহ্যাব প্রজেক্টের প্রধান সমন্বয়ক কাজী আবুল কাশেম প্রমুখ।
জব ফেয়ার চাকরি প্রার্থী ও চাকরিদাতাদের এক মিলনমেলা। জব ফেয়ারে প্রায় ৪৭ টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিবে। চাকরী প্রার্থীগণ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পদে চাকরীর জন্য আবেদন করতে পারবে এবং চাকরী লাভ করতে পারবে।
আয়োজন সম্পর্কে অনুষ্ঠানের প্রধান আয়োজক ও সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন, আমরা সিসিএন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের চাকরি ও অ্যাটাচমেন্ট এর সুবিধা আরও সহজতর করার লক্ষ্যে এই আয়োজন করতে যাচ্ছি। সিসিএন শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিটউট, সিসিএন মডেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি চাকরী প্রত্যাশী শিক্ষার্থীদের আমাদের এই আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।