
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক । ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলাকারীরা ছাত্র নয়, তাদেরকে ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ছবি ও ভিডিও ধারণ করায় সাংবাদিকদের মোবাইল ফোন ছিনতাই ও তাদের মারধর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও তার অনুসারীরা এ হামলা করেছে বলে জানা গেছে।
এছাড়া ওই ঘটনার ২৮ ঘণ্টা পার হলেও দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আনিছুর রহমানের ছিনতাই হওয়া মোবাইল ফোন ফেরত দেয়া হয়নি।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র চর্চার পূর্ণভূমি, এখানে যেকোনো সংগঠন মিছিল মিটিং করতে পারে। তাদের ওপর হামলা করা ন্যাক্কারজনক। আর হামলার সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা করা ও তাদের ফোন ছিনিয়ে নেয়া ফ্যাসিবাদের উগ্র প্রকাশ।
মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক মাহদী আল মোহতাসিম নিবিড়। তিনি বলেন, ক্যাম্পাসে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অতি দ্রুত এ হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সে আহ্বান করছি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন মাহি বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীরা কখনো ছাত্র হতে পারে না, তারা সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয় থেকে হামলাকারীদের তিনদিনের মধ্যে বহিষ্কার করতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।
মানববন্ধন শেষে ক্যাম্পাসে হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।