Published : Wednesday, 25 September, 2019 at 12:00 AM, Update: 25.09.2019 1:04:54 AM

নিজস্ব
প্রতিবেদক: বিকেল চারটায় কমিল্লা টাউনহল মাঠে নারী উদ্যোক্তা মেলার
উদ্বোধন করেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান
কমান্ড কুমিল্লা মহানগরের আহবায়ক তাহসিন বাহার সূচনা। তিনি বলেন, আমি ও
আমার বাবার মত বিশ্বাস করি কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ, আজ এই মেলায়
নারিদের অংশগ্রহণ এ প্রমান করে ছেলেদের মতো মেয়েরা ও পিছিয়ে নেই। নারীদের
পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন, পরে তিনি প্রতিটি স্তটল
ঘুরে ঘুরে দেখেন এ সময় মেলা আয়োজকরা ও উপস্থিত ছিলেন।
মেলা ঘুরে জানা
যায়, মেলায় মোট ৩২টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম থেকেও
বেশ কয়েকটি স্টল এসেছে। আগামী ২৮ সেপ্টেম্বর মেলার সমাপনী হবে।