Published : Thursday, 26 September, 2019 at 12:00 AM, Update: 26.09.2019 1:38:30 AM
ভুল রিপোর্ট ও এক্সরে কক্ষে ভুয়া টেকনিসিয়ান ---

নিজস্ব
প্রতিবেদক: ভুল রিপোর্ট দেয়া, এক্সরে কক্ষে ভুয়া টেকনিসিয়ান দিয়ে এক্সরে
করানোর অভিযোগে কুমিল্লা মেডিকেল সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে
এবং এক্সরে রুম তালা দেয়া হয়েছে। অপরদিকে ভুল রিপোর্ট প্রদানের অপরাধে
মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার
(২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান
পরিচালনা করেন। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
রুবাইয়া খানম ।
এ সময় সাথে ছিলেন সিভিল সার্জন অফিসের ডাক্তার সৌমেন রায় ও ডাক্তার ইসরাত জাহান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম ।
কুমিল্লা
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের
নির্দেশনায় জেলাপ্রশাসকের কার্যালয়, কুমিল্লার বিজ্ঞ নির্বাহী
ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম গতকাল ২৫ সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল
সেন্টারে অভিযান চালায়। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার সৌমেন
রায় ও ডাক্তার ইশরাত জাহানের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনাকালে হাসপাতালে
ভুল রিপোর্ট দেয়া, এক্স রে রুমে ভুয়া টেকনিসিয়ান দিয়ে এক্স রে করানোর দায়ে ২
লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এক্স রে রুম তালা দিয়ে দেয়া হয়েছে।
সিভিল
সার্জন অফিস সুত্র জানায়, এই দুই প্রতিষ্ঠানে বিরোদ্ধে দীর্ঘদিন ধরে
রোগিদের ভুল রিপোর্ট সর্বরাহ ও এক্স রে রুমে ভুয়া টেকনিসিয়ান দিয়ে এক্স রে
করানোর অভিযোগ ছিলো । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । জেলা স্বাস্থ্য বিভাগ
ভুল প্যাথলজিকাল রিপোর্ট এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।