
বিশেষ সংবাদদাতা । ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ আজ (সোমবার) কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রথম খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৪৪-৩৭ পয়েন্টে বাংলাদেশ সেনাবহিনীকে এবং ২য় খেলায় বাংলাদেশ নৌ বাহিনী ৩৮-২২ পয়েন্টে বিজিবিকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে প্রিমিয়ার লিগ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের হেড অব দ্য ডিপার্টমেন্ট গেমস এন্ড স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক গাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ আমির হোসেন পাটোয়ারী এবং টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মো. আব্দুল হক।