Published : Monday, 21 October, 2019 at 9:57 PM, Update: 21.04.2020 6:39:05 PM

বৃহত্তর কুমিল্লার সর্বসাধারণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে কুমিল্লার স্বনামধন্য হাসপাতাল “কুমিল্লা ট্রমা সেন্টার” এরই ধারাবাহিকতায় ২১শে অক্টোবর সোমবার স্তন ক্যান্সার রোগীদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।
“ফ্রি মেডিকেল ক্যাম্প” উদ্বোধন করেন কুমিল্লার বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আব্দুল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট ক্যান্সার সার্জারী বিশেষজ্ঞ ডা. আবু খালেদ মুহাম্মদ ইকবাল, কুমিল্লা ট্রমা সেন্টারের প্রধান উপদেষ্টা জনাব মোঃ জহিরুল ইসলাম, মেডিকেল ডিরেক্টর জনাব মোঃ ছফিউল্লাহ, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক মহিলা স্তন ক্যান্সার স্ক্রিনিং করে চিকিৎসা সেবা নেন। এছাড়া আগত রোগীদের সকল পরীক্ষায় বিশেষ ছাড়ের সুবিধা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু খালেদ মুহাম্মদ ইকবাল, ইস্টার্ণ মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. লিয়া আমিন, কুমিল্লা মেডিকেল কলেজের গাইনী বিভাগের কন্সালটেন্ট ডা. রেহানা আক্তার, কুমিল্লা মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. তাহমিনা আক্তার। উক্ত মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ট্রমা সেন্টারের হসপিটাল সার্ভিস ম্যানেজার জনাব মোঃ এইচ. এম. তাইজুর রব, মার্কেটিং ম্যানেজার মোঃ কেফায়েত উল্লাহ, ম্যানেজার এডমিন মোঃ আবু সাইদ, এসি ম্যানেজার মোঃ কাশেদুল হক মজুমদার, ম্যানেজার (কর্পোরেট) শ্রীমান দেবনাথ, এসিটেন্ট ম্যানেজার (কাস্টমার কেয়ার) জনাব মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার জনাব মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।