
স্টাফ রিপোর্টার: লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তা বাজারের মের্সাস সুমন টের্ডাস এর মালিক সাইফুল ইসলাম সুমন (৩৫) কে মাদক সেবন করে মাতলামি করার অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত এ দন্ডাদেশ দেন।
রবিবার ভোর রাতে লাকসাম-কাশিনগর সড়কের ভুশ্চি এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে লালমাই থানা পুলিশ। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম সুমন লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল বারীর ছেলে।
এদিকে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের আবদুল খালেক মুন্সীর ছেলে আকবর হোসেন কে জুয়া খেলার অপরাধে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের একই বিচারক। লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, ভ্রাম্যমান আদালত কতৃক দন্ডপ্রাপ্ত হওয়ায় মাদকাসক্ত ব্যবসায়ী সুমন ও জুয়াড়ী আকবরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।