ফেসবুকে ছবি পোস্ট লজ্জায় নারীর আত্মহত্যা
Published : Friday, 22 November, 2019 at 12:00 AM
আত্মহত্যা প্ররোচনার মামলা---
সংবাদদাতা:
দীর্ঘ ১২ বছর স্বামীর সংসারে হালিমা। জীবিকার তাগিদে স্বামী ঢাকায়
অবস্থান। সুযোগে প্রতিবেশি আউলিয়া আলী কৌশলে পরকিয়া প্রেমে আসক্ত করে তাকে।
কৌশলে দু’জনের সেলফি তুলে ফেইসবুকে ছেড়ে দেয় প্রতারক প্রেমিক। লজ্জায় গত
১৫ নবেম্বর হালিমা বিঁষপানে আত্মহত্যা করে। সেদিনই ভিকটিমের মা রাবেয়া বেগম
বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনা কারী পরকিয়া প্রেমিক আউলিয়া আলীর বিরুদ্ধে
দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি কুমিল্লার দাউদকান্দি
উপজেলার কদমতলী গ্রামের হাজী রহম আলী মুন্সীর ছেলে দীন মোহাম্মদের স্ত্রী
হালিমার।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, একই উপজেলার বাজরা গ্রামের
নাজির বেপারীর মেয়ে ও অভিযুক্ত আউলিয়া আলী একই উপজেলার কেডিসি গ্রামের মৃত
হানিফ সওদাগরের ছেলে। সে কদমতলী হালিমার বাড়ীর পাশে নতুন বাড়ী করে বসবাস
করা অবস্থায় পরিচয় হয় দু’জনের। হালিমার স্বামী ঢাকায় থাকার সুবাধে প্রতারক
আউলিয়া আলী সহজেই ফাঁদে ফেলে হালিমাকে। হালিমার অজান্তেই মোবাইলে সেলফি
তোলে ফেইসবুকে ছেড়ে দেয় প্রতারক প্রেমিক। তার একাধীক স্ত্রী সন্তান থাকার
পরও কৌশলে হালিমার সাথে পরকিয়া করে। হালিমা ৪ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার
বড়। তার তানজিম (৯) ও আবু সাইদ (৪) নামের ২টি পুত্র সন্তান রয়েছে।
বিষয়টির
ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দাউদকান্দি মডেল থানার এস আই
জাহাঙ্গীর আলম বলেন, মামলার তদন্ত চলছে। আসামী পলাতক, তাকে গ্রেফতারের
চেষ্টা অব্যাহত রয়েছে ।