Published : Sunday, 24 November, 2019 at 12:00 AM, Update: 24.11.2019 1:56:44 AM

রণবীর ঘোষ কিংকর: কুমিল্লায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে বিলাসবহুল গাড়ি সহ ৩৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার
(২৩ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল
প্লাজা এলাকায় বিলাস বহুল গাড়ি সহ অন্তত ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার
করে দাউদকান্দি থানা পুলিশ। এসময় গাড়ি চালককে আটক করে পুলিশ।
একই দিন
দুপুরে কুমিল্লা কোতয়ালী থানাধীন ধর্মপুর এলাকা থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার
করে কুমিল্লা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১১ সিপিসি-২। এসময়
নিলুফা বেগম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করে র্যাব।
দাউদকান্দি
থানা পুলিশের বিশ্বস্থ সুত্রে জানা যায়- শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়া
থেকে একটি নিশাল পেট্রোল গাড়ি যোগে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার হচ্ছে
এমন তথ্যের ভিত্তিত্বে মহাসড়কের দাউদকান্দি এলাকায় অভিযানে নামে দাউদকান্দি
থানা পুলিশ।
ভোর অনুমান সাড়ে ৫টায় গাড়িটি মেঘনা গোমতি সেতুর দাউদকান্দি
টোল প্লাজা এলাকার বলদাখাল নামক স্থানে গাড়িটি আটক করেন দাউদকান্দি থানার
উপ-পরিদর্শক (এস.আই) গোলাম আজম। এ ঘটনায় দাউদকান্দি থানায় মাদক আইনে একটি
মামলা দায়ের করা হয়েছে।
দাউদকান্দি থানার অফিসার ইন-চার্জ (ওসি) রফিকুল
ইসলাম জানান, এ বিষয়ে আগামীদিন (রবিবার) জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নূরুল
ইসলাম মহোদয় প্রেস ব্রিফিং করবেন।
এদিকে, দুপুরে জেলা সদরের কোতয়ালী
থানাধীন (রেল গেইট) এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিলুফা
বেগমকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করা হয়। আটক নিলুফা বেগম ধর্মপুর (রেল গেইট) এলাকার আবুল কাশেম এর
স্ত্রী।
সিপিসি-২, কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক ও
উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী
নিলুফা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকায় মাদক ব্যবসা
পরিচালনা করে আসছিল। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা
দায়ের করা হয়েছে।