Published : Wednesday, 27 November, 2019 at 12:00 AM, Update: 27.11.2019 2:14:53 AM

জহিরুল
ইসলাম জহির।। লালমাইয়ের উত্তর ছিলনিয়া থেকে সুমি আক্তার (২১) নামের এক
গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার
অভিযোগে স্বামী রাহেনুল ইসলাম রাজু (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা
যায়, লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উত্তর ছিলনিয়া গ্রামের সৌদি
প্রবাসী অলি উল্যাহ’র ছেলে রাহেনুল ইসলাম রাজু অনুমান ৫ বছর আগে একই
ইউনিয়নের উজালিয়া গ্রামের সফি উল্যাহ’র মেয়ে সুমি আক্তার কে বাড়ী থেকে জোর
করে তুলে নিয়ে পালিয়ে বিয়ে করে। সুমির পরিবার সমাজের গণ্যমাণ্যদের জানিয়ে ও
অনেক দেন দরবার করেও মেয়েকে ফিরিয়ে আনতে পারেনি। কিছুদিন পর সুমিকে নিয়ে
নিজের বাড়ীতে ফিরে আসে রাজু। দাম্পত্য জীবনে তাদের ইরা আক্তার (৩) নামের এক
কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি রাজু নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য নারীর
সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। পরকিয়ার প্রতিবাদ করায় সুমিকে একাধিকবার
শারীরিকভাবে নির্যাতন করে রাজু ও তার মা রৌশনারা। এর জের ধরে গত ২৫ নভেম্বর
সোমবার বিকাল অনুমান ৪টায় সুমি গলায় উড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে
লালমাই থানার এসআই নজরুল ইসলাম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতের ভাই সোহেল
রানা বাদী হয়ে সুমির স্বামী রাহেনুল ইসলাম রাজু ও শ্বাশুড়ী রৌশনারা বেগমের
বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে লালমাই থানায় মামলা (নং ০৩, তাং
২৫/১১/১৯ইং) দায়ের করলে পুলিশ রাজুকে গ্রেফতার করে।
লালমাই থানার
অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব বলেন, নিহতের পরিবার মামলা করায় স্ত্রী
সুমিকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী রাজু কে গ্রেফতার করে
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।