Published : Friday, 29 November, 2019 at 12:00 AM, Update: 29.11.2019 2:05:22 AM

কুমিল্লা
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবুল ফজল মীর বলেছেন,
পথিকৃত কুমিল্লা গড়তে হলে সকলকে খেলাধুলায় অবদান রাখতে হবে। দেশকে এগিয়ে
নিতে হলে খেলাধুলায় উন্নতি করবে। অনেক দেশ আছে যারা খেলাধুলায় এগিয়ে গিয়ে
নিজেদেরকে পৃথিবীতে পরিচিত করেছে। বাংলাদেশ ও দিন দিন ক্রিকেট-ফুটবলে
নিজেদের অবস্থান গড়ে নিচ্ছে। কুমিল্লার ক্রিকেটাররা একদিন জাতীয় ও
আন্তর্জাতিক পর্যায়ে খেলবে এবং কুমিল্লার নাম উজ্জ্বল করবে।
জেলা
প্রশাসক গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথম
বিভাগ ক্রিকেট লীগ ২০১৯-২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক
রোমেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি
আরফানুল হক রিফাত।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীকেট লীগের ১২টি কাব
অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী কাবগুলো হলো: মুসলিম এ.সি কাব, ইস্টবেঙ্গল
কাব, কমার্শিয়াল ইন্সটিটিউট, ফ্রেন্ডস ফেয়ার কাব, ঈগলেটস কাব, বাংলাদেশ
ইউনাইটেড কাব, সূর্যতরুণ কাব, ওয়াপদা এ.সি কাব, ওয়াপদা ডিভিশন কাব, আজাদ
স্পোর্টিং কাব ও ব্রাদার্স ইউনিয়ন কাব।
উদ্বোধনী দিনের খেলায় আজাদ
স্পোর্টিং কাবের প্রতিদ্বন্ধিতা করে ঈগলেটস কাব। খেলায় ৮৫ রানে জয় পায়
ঈগলেটস। প্রথমে ব্যাট করতে নেমে ঈগলেটস কাব ৪৫ ওভার খেলে ৮ উইকেটে ২৩৬ রান
করে। জবাবে আজাদ স্পোর্টিং ৩৬ ওভারে ১৫১ রান করে অলআউট হয়।