
রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে
জেলা নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সভাপতি ও
সাধারণ সম্পাদক পদের জন্য ৭ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয়
নেতৃবৃন্দের সাথে জোর লবিং তদবির চালিয়ে যাচ্ছে। জেলা নেতৃবৃন্দ সহ উপজেলা
আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথেও বেশ সু-সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে
প্রার্থীরা।
সভাপতি পদে তিন প্রার্থী হলো- কুমিল্লা উত্তর জেলা
আওয়ামীলীগ বর্তমান সভাপতি আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
আলম সরকার এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মু. রুহুল আমিন। আসন্ন
সম্মেলনে সভাপতি পদে ওই তিন প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের তিন বারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম
সরকার।
সাধারণ সম্পাদক পদে চার প্রার্থী হলো- কুমিল্লা উত্তর জেলা
আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম হুমায়ূন
মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রোশন আলী মাস্টার,
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি এবং
হোমনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ
সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল।
এদিকে আগামী ৯ ডিসেম্বর
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে কুমিল্লা
উত্তর জেলার রাজনৈতিক সদর চান্দিনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চান্দিনা
উপজেলা আওয়ামীলীগ সহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ। ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট থেকে সম্মেলনস্থল চান্দিনা মহিলা কলেজ
পর্যন্ত ব্যানার ফেস্টুন ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার কারছে
নেতা-কর্মীরা।
অধিকাংশ তোরণে ও ফেস্টুনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ
ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জাহাঙ্গীর আলম সরকারকে সভাপতি
হিসেবে দেখতে চায় বলে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
শনিবার (৩০ নভেম্বর) চান্দিনা কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ পরিদর্শণ করেন।
এসময়
উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির
আহবায়ক মু. রুহুল আমিন, সদস্য সচিব অধ্যক্ষ এম. হুমায়ুন মাহমুদ, চান্দিনা
উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ
সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা উপজেলা ভাইস
চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ
যুগ্ম আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী
যুবলীগ আহবায়ক বাহাউদ্দিন বাহার, সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু, সাবেক
দাউদকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার প্রমুখ।