Published : Monday, 9 December, 2019 at 3:43 PM, Update: 16.12.2019 12:44:49 AM

লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়’র উদ্যোগে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উপলক্ষে সোমবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো: কামাল হোসেন, বেলঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান কাশেম প্রমুখ। এরপর জয়িতা অন্বেষণ বাংলাদেশ এর আওতায় লালমাই উপজেলার ২জন জয়িতা জমিলা খাতুন ও তাহেরা বেগমের হাতে সন্মাননা স্বারক তুলে দেন অতিথিরা। একইদিন আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালী, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।