Published : Monday, 29 June, 2020 at 12:00 AM, Update: 29.06.2020 12:27:46 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় একদিনে আরো ১৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল
রোববার (২৮ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ দেড় শতাধিক রোগী
শনাক্তের তথ্য প্রদান করা হয়। এছাড়াও ২৪ ঘন্টায় আরো ৩ জনের মৃত্যু হয় বলেও
জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ৫৫
জন, আদর্শ সদরে ১০ জন, মুরাদনগরে ১৮ জন, সদর দক্ষিণে ২১ জন, নাঙ্গলকোটে ১৭
জন, বরুড়া ৫ জন, বুড়িচংয়ে ৯ জন, চৌদ্দগ্রাম ১০ জন, দাউদকান্দির ১ জন,
লালমাইতে ১ জন, দেবিদ্বারে ১০ জন ও ব্রাহ্মণপাড়ার একজন।
এদিকে কুমিল্লায়
করোনা জয় করে নতুন ৩৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ১
হাজার ৩০৬ জন। নতুন সুস্থদের মধ্যে কুমিল্লা নগরীর ৩ জন, বুড়িচংয়ের ৯ জন,
দেবিদ্বারের ৭ জন, নাঙ্গলকোটে ৪ জন, বরুড়ায় ৭ জন ও সদর দক্ষিণের ৪ জন।
অপরদিকে,
করোনার ছোবলে জেলার দেবিদ্বারের একজনের মৃত্যু হয়েছে ঢাকার স্কয়ার
হাসপাতালে। এছাড়া মুরাদনগরে একজন ও দাউদকান্দিতে আরও একজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৯১ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলা
সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, রোববার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে
সর্বমোট ১৮ হাজার ৩০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে
১৬ হাজার ৭১৪ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ৩
হাজার ২৩২ জনের।