
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ করোনা ডেডিকেটেড ইউনিটে ৩ টি আইসিইউ বেড সহ সরঞ্জাম প্রদান করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
আজ দুপুরে হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ভাই এর পক্ষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান এর কাছে হস্তান্তর করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ মোরশেদুল আলম ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোস্তফা কামাল আজাদ, বি এম এ কুমিল্লার সাধারন সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিমসহ আরো অনেকে।
এ ০৩ টি আই সি ইউ বেড নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট আই সি ইউ বেড হল ১৮ টি।