
শিব নারায়ন দাশ ( শিবু
দা ), কুমিল্লা জিলা স্কুলের এই কিংবদন্তী মানুষটি ‘৭১ রের মুক্তিযুদ্ধের
প্রস্তুতি লগ্নে স্বাধীন বাংলাদেশের পতাকার প্রথম নক্সা এঁকেছিলেন ,
জীবনের ঝুঁকি নিয়ে । এমনকি ৬২র ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে পাকিস্তান সরকার উনাকে জিলা স্কুল থেকে বহিষ্কার করে।
উল্লেখ যে ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ( বর্তমান
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ) ১১৭ (বা ১১৮) নং কক্ষে রাত এগারটার পর পুরো
পতাকার ডিজাইন সম্পন্ন করেন তিনি ।
এ পতাকাই পরবর্তীতে ১৯৭১ এর ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয় ।
তাছাড়া উনার আঁকা এবং ডিজাইন করা স্বাধীন বাংলার পতাকা ৭১ রের ৩রা মার্চ
বিকালে কুমিল্লা শহরে সর্বদলীয় গণ মিছিল আরম্ভ হওয়ার পূর্বে পাকিস্তান
জাতীয় পরিষদের সদস্য প্রফেসর খোরশেদ আলমের হাতে তুলে দেন তিনি ।
এবং বাংলাদেশের প্রথম পতাকা মিছিলের অগ্রভাগে নিয়ে সমস্ত শহর প্রদক্ষিণ করে কুমিল্লার মুক্তিকামী মানুষরা মহাআনন্দে । আজীবন সংগ্রামী আমাদের অহংকার শিব নারায়ন দাশ আজ খুবই অসুস্থ।
ভীষণ শ্বাস কষ্ট নিয়ে দিন যাপন করছেন, ঢাকা মনিপুরী পাড়ায় অবস্থিত নিজ বাসগৃহে ।
সম্মুখ সমরে মুক্তিযোদ্ধা, প্রথম জাতীয় পতাকায় রূপকার বড় অসহায়ভাবে দিন যাপন করছেন আজ ।
আমারা কি পারি না শিবুদার জন্য কিছু করতে।
মানুষকে সম্মান জানাতে হলে বেঁচে থাকতেই জানানো উচিত।
পরে সভা সেমিনার করে কি হবে। এখনও সময় আছে এগিয়ে আসুন। এটা আমাদের লজ্জা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধার জন্য কিছু একটা করুন।
লেখক
এম কে জাকারিয়ানির্বাহী পরিচালক
পিপলস
ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড