বিনোদন প্রতিবেদক ||
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতজ্ঞ কবীর সুমনের কথা ও সুরে কিছুদিন আগেই একটি গান প্রকাশ হয়েছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কণ্ঠে। ‘সিরিয়ার ছেলে’ শিরোনামের সেই গান বেশ প্রশংসিত হয়েছে। এবার ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে এ জুটির আরও একটি গান।
এর শিরোনাম ‘লুকোনো মানিক’। কবীর সুমনের কথা ও সুরে এই গানের সংগীতায়োজনে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক আজমীর বাবু।
প্রযোজনা প্রতিষ্ঠান ঢুলী মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘মামলা কি হয় ভালোবাসায় / নিবেদন করা কাকে কাকে, সাক্ষী সাবুদ কেউ নেই / দলিল করিনি মনটাকে’- এমন কথায় সাজানো গানটি প্রকাশ হয়েছে। এর ভিডিও নির্দেশনা দিয়েছেন ইয়ামিন এলান।
গানটি নিয়ে আসিফ আকবর বললেন, ‘কবীর সুমন দাদার কথা-সুরে এটি আমার গাওয়া দ্বিতীয় গান। খুব অদ্ভুত সুন্দর কথার একটি গান ‘লুকোনো মানিক’। আমি কৃতজ্ঞ দাদার প্রতি অসাধারণ এ গান আমাকে উপহার দেবার জন্য। আজমীর বাবু ভাই আর আমার বোঝাপড়া বরাবরই ভালো। বাবু ভাইকে ধন্যবাদ গানটির শ্রুতিমধুর সংগীতায়োজনের জন্য। ধন্যবাদ ঢুলী মিউজিককে।’