
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নেয়া মো. নুরুল ইসলাম খান ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। গত ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা যায়। ওই চিঠিতে আরও জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ,ইপ-১ অধিশাখা এর ১০/০৯/২০২০ তারিখের একটি প্রজ্ঞাপনে রাজামেহার ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার আইন, ২০০৯’র ধারা ৩৪(১) অনুযায়ী চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সে প্রেক্ষিতে স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ)২০০৯’র ৩৩ অনুযায়ী সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনিত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নুরুল ইসলাম খানকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খান বলেন, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনিত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। আমি ভালোভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, নিজ বাড়িতে গ্রাম্য আদালত বসিয়ে বিচারের নামে এক মাদরাসা শিক এবং নারী-শিশুকে পিটিয়ে মারাত্মক আহত করার ঘটনায় গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী কর্তৃক স্বারিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত হন রাজামেহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।