Published : Monday, 19 October, 2020 at 12:00 AM, Update: 19.10.2020 1:04:39 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লায় করোনার
সেকেন্ড ওয়েভের আশংকা রয়েছে। মানুষের জটলা কিংবা শোভা যাত্রা করা যাবেনা।
উৎসব যেন মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণ না হয় তা সবাইকে তা মনে রাখতে
হবে। মাস্ক ছাড়া কেউ মন্ডপে যেতে পারবে না। তাই এবারের শারদীয় দূর্গাপূজায়
আনন্দ-ফুর্তির ছেয়ে ধর্মীয় ভাবগাম্ভির্যের প্রতি গুরুত্ব দিতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কেউ ইভটিজিং করতে
পারবে না।
গতকাল রবিবার বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা
মহানগর ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজাম-পে ১ লাখ ২৫ হাজার টাকার
অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এমপি বাহার এসব কথা বলেন।
প্রধান
অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, কুমিল্লায় করোনা সংক্রমণ রোধে আমরা মাঠে
আছি। কুমিল্লা করোনা সনাক্ত ও চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা করেছি। শীতে
করোনার দ্বিতীয় ঢেউ রোধে আমাদের সচেতন হতে হবে। এবার বৈশ্বিক করোনা
পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধির সামাজিক
দূরত্ব বজায় রেখে আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে
খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বাঙালি হিন্দু
ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে
কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ৭৫ টি পূজামন্ডপের জন্য সরকারি আর্থিক
অনুদানের ১১ লক্ষ ২৫ হাজার টাকাার চেক বিতরণ করা হয়েছে। কুমিল্লা টাউন হল
মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্দির ও মন্ডপ কর্তৃপক্ষের নিকট অনুদানের
চেক প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের
সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল,
আদর্শ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। এসময় জেলা
পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল
মাহমুদ সহিদ, টাউন হলের সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মহানগর পূজা
উদযাপন পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ
রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক, অচিন্ত দাস টিটু, উপজেলায়
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।