Published : Tuesday, 27 October, 2020 at 12:00 AM, Update: 27.10.2020 1:47:43 AM

ফারুক
আল শারাহ: কুমিল্লায় একদিনে আরো ১০ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৮৮৩ জন। তাদের মধ্যে মৃত্যুবরণ
করেছেন ২১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬,৯৫২ জন।
জেলা সিভিল
সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর)
কুমিল্লায় ৯৮টি নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ১০ জনের পজিটিভ ও ৮৮টি
নেগেটিভ। আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ৭ জন, আদর্শ সদর ২ জন ও মুরাদনগর
উপজেলায় ১ জন। জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।
জেলায় একদিনে নতুন করে কেউ সুস্থ হননি।
সূূত্রে জানা যায়, সোমবার (২৬
অক্টোবর) কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ২৮টি। এ পর্যন্ত জেলায় সর্বমোট
নমুনা সংগ্রহ হয়েছে ৪০,২৮৯টি। তার মধ্যে রিপোর্ট এসেছে ৩৯,৭৫৮টি। এখনো
রিপোর্ট প্রক্রিয়াধীন ৫৩১টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৭,৮৮৩ জন এবং নেগেটিভ
৩১,৮৭৫টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ
হয়েছেন ৬,৯৫২ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ৭১৪ জন।
কুমিল্লা
জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনাভাইরাস
থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিজে
স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে
হবে। সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা
সম্ভব।