Published : Thursday, 19 November, 2020 at 12:00 AM, Update: 19.11.2020 1:05:58 AM

মাসুদ আলম ||
কুমিল্লার
চৌয়ারা বাজার এলাকায় প্রকাশ্যে যুবলীগ নেতা জিল্লুর রহমান ওরফে জিলানী
হত্যায় গ্রেপ্তার হওয়া আসামি আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের
রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে (১৮ নভেম্বর) কুমিল্লার সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন এই আদেশ
দেন। বিকালে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার
ওসি দেবাশীষ চৌধুরী।
জানা যায়, গত ১১ নভেম্বর সকালে নগরীর পুরাতন
চৌয়ারা বাজার এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারের জের ধরে জিলানীকে কুপিয়ে
হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ ইমরান হোসাইন চৌধুরী বাদী হয়ে
সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর আবুল হাসান, আবদুস সাত্তার এবং সাবেক
কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার ওরফে খলিলসহ ২৪ জনকে এজাহার নামীয় এবং
অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত
আবদুল কাদের (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। সে মামলার এজাহার
নামীয় ৯ নম্বর আসামি।
বুধবার বিকালে মামলার বাদী ইমরান চৌধুরী বলেন,
ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ আর কোন আসামিকে গ্রেফতার করেনি। প্রধান
আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। আশা করি পুলিশ
অভিযান চালিয়ে আমার ভাইয়ের ঘাতকদের গ্রেফতার করবে।
বিকালে সদর দক্ষিণ
মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, আমি থানায় দুইদিন আগে যোগদান করেছি,
তাই এখানে এসেই মামলার অভিযোগ ও অনুসন্ধানে যাদের নাম বেড়িয়ে আসছে তাদের
ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়টি আরও যাচাই-বাছাই করার পাশাপাশি প্রযুক্তির
সহায়তায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।