Published : Wednesday, 2 December, 2020 at 12:00 AM, Update: 02.12.2020 1:37:25 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার চৌয়ারায় যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী জিলানী
হত্যা মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা
পুলিশের তদন্তের পর প্রায় ৩ সপ্তাহ পর এবার পিবিআই কুমিল্লাকে এ হত্যা
মামলার তদন্তভার দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার নতুন তদন্ত
কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র। তিনি জানান, মঙ্গলবার
(১ ডিসেম্বর) আমরা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছি। আশাকরি ভালোকিছু ফলাফল
দিতে পারবো।
মামলার বাদী ইমরান হোসেন জানান, ‘পুলিশ তো ২০ দিনেও মামলার
প্রধান আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আশা করি এবার পিবিআই
আসামিদের গ্রেফতারে সফল হবে।’
উল্লেখ্য, গত ১১ নভেম্বর সকালে কুমিল্লার
চৌয়ারা এলাকায় যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানীকে তার স্কুলশিক্ষিকা
স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিল্লুরের ছোটভাই ইমরান হোসেন
বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে সদর
দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার
৯ নম্বর আসামী আবদুল কাদেরকে গ্রেফতার করে।