Published : Friday, 4 December, 2020 at 12:00 AM, Update: 04.12.2020 1:26:10 AM

স্টাফ রিপোর্টার।।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন চৌধুরী সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় নগরীর দক্ষিণ চর্থায় তাঁর নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮বছর। তিনি দীর্ঘদিন কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসীম উদ্দিন চৌধুরী।
মরহুমের প্রথম জানাজা আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা শিক্ষবোর্ড মাঠ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা বাদ জুমআ চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নের নানকরা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হক এমপি।