Published : Saturday, 5 December, 2020 at 12:00 AM, Update: 05.12.2020 2:21:17 AM

ফারুক
আল শারাহ: কুমিল্লায় একদিনে করোনা সংক্রমিত হয়েছে আরো ২২ জন। এ নিয়ে
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৬২৮ জন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন
২৪৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৫৬৯ জন।
জেলা সিভিল সার্জন
কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার (৪ ডিসেম্বর) কুমিল্লায়
৮২টি নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ২২ জনের পজিটিভ ও ৬০টি নেগেটিভ।
আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ২১ জন ও বরুড়া উপজেলার ১ জন। জেলায় একদিনে
করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। একই সময়ে কেউ সুস্থও হননি।
সূূত্রে
জানা যায়, শুক্রবার (৪ ডিসেম্বর) কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৮
জনের। এ পর্যন্ত জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৪,৮৩৩টি। তার মধ্যে
রিপোর্ট এসেছে ৪৪,৩৪২টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৪৯১টি। প্রাপ্ত
রিপোর্টে পজিটিভ ৮,৬২৮ জন এবং নেগেটিভ ৩৫,৭১৪টি। তাদের মধ্যে মৃত্যুবরণ
করেছেন ২৪৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৫৬৯ জন। এখনো হোম
আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ৮১৫ জন।
কুমিল্লা জেলা করোনা
প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনাভাইরাস থেকে পরিত্রাণ
পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলার
পাশাপাশি অন্যদেরকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। সকলের মধ্যে সচেতনতা
সৃষ্টি হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।