Published : Monday, 7 December, 2020 at 12:00 AM, Update: 07.12.2020 12:36:45 AM

নিজস্ব
প্রতিবেদক ।। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ডা. আইরিন পারভীন (৪৫) নামে
একজন নারী চিকিৎসক মারা গেছেন। শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়
তিনি মারা যান।
ডা. আইরীন কুমিল্লার কাবিলায় অবস্থিত ইস্টার্ন মেডিক্যাল
কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট হিসেবে
কর্মরত ছিলেন। তার ২ বছর বয়সী একজন কন্যা সন্তান রয়েছে।
তার মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন ডা. আইরীন পারভীনের স্বামী ও কুমিল্লার চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. আজিজুর
রহমান সিদ্দিকী।
রবিবার (৬ ডিসেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার রতœবতী গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ডা.
সিদ্দিকী জানান, কুমিল্লায় করোনা শনাক্ত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে
তার স্ত্রীকে ঢাকার বিএসএমএমইউ’র কোভিড আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।
এদিকে ডা. আইরিনের
মৃত্যতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুজিবুর
রহমান, কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এবং ইস্টার্ন মেডিকেল
কলেজ হাসপাতালের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন এবং
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশ:
ইস্টার্ন
মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস্ বিভাগের কনসালটেন্ট ডাঃ আইরিন
পারভীনের অকাল মৃত্যুতে ইস্টার্ন মেডিকেল কলেজ পরিবারের প থেকে গভীর শোক
জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রতিষ্ঠানের
অন্যতম উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা সাবেক অধ্য অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন
আহমেদ, ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্য অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ,
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, ইস্টার্ন
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান, গাইনী এন্ড
অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার রেখাসহ
অন্যান্য সদস্যবৃন্দ। ডাঃ আইরিন পারভীনের অকাল মৃত্যুতে ইস্টার্ন মেডিকেল
কলেজ কর্তৃপ ৩ দিনের শোক ঘোষণা করেছেন এবং মরহুমার মৃত্যুতে তাঁর শোক
সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।