ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সালাহ-মানের ঝলকে লিভারপুলের দারুণ জয়
Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM
উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ ষোলোর প্রথম লেগের খেলায় জার্মান কাব আরবি লাইপজিগের বিপে দারুণ জয় পেয়েছে ইংলিশ কাব লিভারপুল। মোহাম্মদ সালাহ-সাদিও মানের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা। এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো ইয়ের্গুন কপের শিষ্যরা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় বুদাপেস্টের পুসকাস  অ্যারেনায় মুখোমুখি লড়াইয়ে নামে লাইপজিগ-লিভারপুল। খেলাটি হওয়ার কথা ছিল লাইপজিগের মাঠেই। কিন্তু ইংল্যান্ডে করোনাভাইরাস আবার ছড়িয়ে পড়ায় লিভারপুলের জার্মানি ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। এ জন্য নিরপে ভেন্যু পুসকাস অ্যারেনায় মুখোমুখি হয় ২দল।
প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হয়। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও বিরতির আগে কোনো গোলের দেখা পায়নি দল ২টি। ম্যাচের শুরুতেই গোল পেতে পারতো লাইপজিগ। দানি ওলমোর হেড ফিরে আসে বারে লেগে। এরপর ১৪ মিনিটের সময় সালাহর একটি শর্ট রুখে দেন লাইপিজগের গোলরক। এরপরেই বিরতির মিনিট দশেক আগে রবার্তো ফিরিমিনো গোল পেলেও বাতিল হয়ে যায়।
বিরতি থেকে ফেরার পর শুরুর দিকে লাইপিজগ আক্রমণ করে। লিভারপুলকে বাঁচিয়ে দেন গোলরক অ্যালিসন বেকার। ম্যাচের ৫৩ মিনিটে অধরা গোলের দেখা পায় লিভারপুল। মার্সেল সাবিতজারের সহায়তায় দারুণ দতায় লাইপিজগের জালে বল জড়াতে ভুল করেননি সালাহ। এই নিয়ে চলতি মৌসুমে  লিভারপুলের হয়ে ২৪ গোল আসে সালাহর পা থেকে। ৩০ গোল নিয়ে তার ওপরে আছেন বায়ার্ন মিউনিখে রবার্ট লেভানডভস্কি।
এই মিসরীয়র আক্রমণ সামলে ওঠার আগেই দ্বিতীয়বারের মতো লাইপজিগের জালে বল জড়ায় লিভারপুল। ৫৮ মিনিটে কার্টিস জোন্স থেকে বল পেয়ে দারুণভাবে গোল করেন মানে। এরপর শেষ বাঁশি বাজা পর্যন্ত কয়েকবার আক্রমণ হলেও গোল পায়নি কোনো দলই। লিভারপুল মাঠ ছাড়ে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে।