ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
Published : Thursday, 18 February, 2021 at 1:05 PM
 স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে মো. ফোরকান উদ্দিন সাকিল খানকে (৩৫) মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সি মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাকিল খান ২০১৫ সালের ১২ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া গোপিনাথপুর বাসা বাড়িতে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বিথীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মো. মুজিবুর রহমান বাদী হয়ে ঐ সালের ১৪ তারিখে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালীন মোট ১৭ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত মো. ফোরকান উদ্দিন সাকিল খান পিরোজপুর জেলার  তেজদাশকাঠি গ্রামের মৃত তোফায়েল উদ্দিন খানের ছেলে। সাজাপ্রাপ্ত আসামী জেলহাজতে আটক আছে।