ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ৬
Published : Thursday, 18 February, 2021 at 5:41 PM
সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আটক ৬মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেড়াতে নিয়ে দুই কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত সাত জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে লৌহজং যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার ছয় জন হলো– মেদিনী মণ্ডল ইউনিয়নের উত্তর যশলদিয়া গ্রামের মাসুদ শেখের ছেলে অমায়িক (২৩), একই গ্রামের মৃত রহিম শেখের ছেলে রনি শেখ (২৪), শরিয়তপুরের জাজিরা উপজেলার সোবাহানদি মাদবরকান্দির চাঁন মিয়া শেখের ছেলে জীবন শেখ (২৫), শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের মো. মাসুদ আলী শেখের ছেলে আদনান (১৯), মৃত শাকিব হোসেনের ছেলে কাইফি মীর (২২) এবং মেদিনী মণ্ডল ইউনিয়নের যশলদিয়া গ্রামের আবদুস সালাম ব্যাপারীর ছেলে রবিন (২৬)।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি জীবন শেখ ও আদনান ঢাকার কেরাণীগঞ্জের ষষ্ঠ ও দশম শ্রেণির শিক্ষার্থী দুই কিশোরীকে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ঘাটে বেড়াতে নিয়ে আসে। পরে গভীর রাতে যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর বুধবার সকালে কিশোরীরা কেরাণীগঞ্জে তাদের বাসায় চলে যায়। পরে ভুক্তভোগীদের পরিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় বিষয়টি অবহিত করে। কেরাণীগঞ্জ থানা পুলিশ লৌহজং থানা পুলিশকে জানালে গত বুধবার রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ছয় যুবককে গ্রেফতার করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, ‘ঘটনার বিবরণ পেয়ে বুধবার রাতভর অভিযান চালিয়ে (বৃহস্পতিবার ভোর পর্যন্ত) ছয় আসামিকে আটক করি। এ বিষয়ে লৌহজং থানায় সাত জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আরেক অভিযুক্ত সোহেল (২৪) পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’