ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিকা নিতে পারবেন ৪০ বছরের কম বয়সী শিক্ষকরাও
Published : Monday, 1 March, 2021 at 8:57 PM
টিকা নিতে পারবেন ৪০ বছরের কম বয়সী শিক্ষকরাওশিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তাদেরকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এ জন্য শিক্ষকদের টিকা দিতে বয়সসীমা শিথিল করা হয়েছে। ৪০ বছরের কম বয়সী শিক্ষকরাও টিকা নিতে পারবেন।

সোমবার ( ১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন।

অধ্যাপক ডা. আলম বলেন, ‘আগে শিক্ষক ও পরে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। শিক্ষকদের টিকা দিতে বয়সসীমা শিথিল করা হয়েছে। বর্তমানে ৪০ বছর ও তদূর্ধ্ব বয়সী শিক্ষকরা অগ্রাধিকারভিত্তিতে টিকা নিতে পারলেও এখন থেকে ৪০ বছরের কম বয়সী শিক্ষকরাও টিকা নিতে পারবেন। এ জন্য টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপে শিক্ষকদেরকে অগ্রাধিকার তালিকার শীর্ষে আনা হয়েছে। সেখানে ‘শিক্ষক’ নামে নতুন ক্যাটাগরি করা হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য সুরক্ষা অ্যাপে এখনও কোনও ক্যাটাগরি করা হয়নি।’

প্রসঙ্গত, প্রাক-প্রাথমিক ছাড়া আগামী ৩০ মার্চ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়— রোজার সময়ও ক্লাস চলবে। শুধু ঈদের সময় কয়েকদিন ছুটি থাকবে।