ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং ইউএস এইড’স পিপিজে’র যৌথ উদ্যোগ
সরকারী আইনগত সহায়তা প্রসারণে অনলাইন সেমিনার
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM, Update: 18.03.2021 1:41:41 AM
সরকারী আইনগত সহায়তা প্রসারণে অনলাইন সেমিনার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউএস এইড’স পিপিজে   কর্তৃক  অনলাইনে তড়ড়স চষধঃভড়ৎস এর মাধ্যমে  “সরকারী আইনগত সহায়তা প্রসারণে" শিরোনামে ১৫ ই মার্চ  সোমবার  দুপুর ৩ টায় আয়োজিত হয় একটি অনলাইন সেমিনার। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডঃ সুরজিৎ সর্ববিদ্যা, ডঃ মিলন হোসেন, ডিন ও চেয়ারম্যান আইন বিভাগ,ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ইউএস এইড’স এর চিফ ও ডেপুটি চিফ অফ পার্টি চার্লস জাকোসা এবং নন্দলাল সূত্রধর, সিনিয়র জেলা জজ জনাব সাইফুল ইসলাম, পরিচালক জাতীয় আইনগত সহায়তা সংস্থা, উপ- পরিচালক, যুগ্ম জেলা ও দায়রা জজ  জনাব হাবিবুর রহমান চৌধুরী , এডভোকেসি এন্ড আউটরিচ কোম্পোনেন্ট লিড, ওয়াহিদা বেগম , তানজিলা তামান্না, প্রভাষক ও উপদেষ্টা, স্টুডেন্ট লিগ্যাল এইড ডেস্ক, ব্রিটানিয়া বিশ্ববিদ্যায়ের আইন বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপ¯ি’ত ছিলেন। সেখানে আরো উপস্থিত ছিলো ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের  ছাত্র-ছাত্রীবৃন্দ।
সেমিনারে ওয়াহিদা বেগম এবং তানজিলা তামান্নার পরিচয় পর্বের মাধ্যমে প্রারম্ভিকা হয় উক্ত সেমিনারের। তারপর সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্বাগত বক্তব্য সম্পন্ন করেন ডঃ মিলান হোসেন, ডিন ও চেয়ারম্যান, আইন বিভাগ । বিশেষ অতিথি উপাচার্য ডঃ সুরজিৎ সর্ববিদ্যা সেমিনার শেষে বক্তব্য রেখেছেন।
ইউএস এইড’স এর প্রধান চার্লস জাকোসা, উনার আধো বাংলার মাধ্যমে সবাইকে স্বাগতে জানিয়ে বিশ্বব্যাপী আইনি সহায়তার পরিস্থিতি বিশ্লেষণ করে অভিমত ব্যক্ত  করেন।  সিনিয়র জেলা জজ জনাব সাইফুল ইসলাম দীর্ঘ সময় নিয়ে জাতীয় আইনগত সহায়তা বিধান, এর ভূমিকা ও শিার্থীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা ও দায়রা জজ জনাব হাবিবুর রহমান চৌধুরী  সরকারি আইনি কার্যক্রমের বিভিন্ন কমিটি এবং লিগ্যাল এইড অফিসারের করণীয়, আইনগত সহায়তা সাংবিধানিক ভিত্তি, প্রি-কেইস এডিআর প্রক্রিয়া, আইনি পরামর্শ প্রদান নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ বার কাউন্সিল সদস্য বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই.খান পান্না, উনার ব্যক্তি জীবনের আইন পেশার অনুকূল ও প্রতিকূল সময়ের অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন এবং শেষে প্রশ্নোত্তর পর্বে সভায় উপস্থিত শিার্থীবৃন্দের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশ বার কাউন্সিল পরিক্ষায় পাশের হার জেনে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সাফল্য কামনা করেন। শেষ পর্যায়ে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক তানজিলা তামান্না আইনী সহায়তায় আইনী শিার্থীদের ভূমিকা চিহ্নিত করে এবং তাদের অভিজ্ঞতা ও অনুভুতি প্রকাশ  করার সুযোগ করে দেয় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডঃ সুরজিৎ সর্ববিদ্যা তার সমাপণী বক্তৃতায় সরকারি আইনি সহায়তা এর কার্যক্রম এর উপর সন্তোষ প্রকাশ করেন এবং শিার্থীদের  অনুপ্রানিত করেন। সর্বশেষে, পিপিজে এর উপ-প্রধান নন্দলাল সূত্রধর শিার্থীদের কল্যাণ প্রার্থনা করে এবং পরবর্তীতে অফলাইন সেমিনার এর আশ্বাস দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।