ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক মিনিট ব্ল্যাক-আউট কুমিল্লা
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM, Update: 26.03.2021 1:34:05 AM
এক মিনিট ব্ল্যাক-আউট কুমিল্লামাসুদ আলম।।
২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে কুমিল্লায় ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত কুমিল্লায় এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হয়। এ উপলে রাত ৯টায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়সহ পুরো শহরে মুহূর্তেই নিভে যায় বিভিন্ন স্থানের সব আলো।
এদিকে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ২৫ মার্চ কাল রাত্রি উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা পুলিশ লাইনস মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশের মতো ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।
ব্ল্যাক-আউট শেষে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ অতিথিদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণের মধ্যদিয়ে স্মরণ সভা অনুষ্ঠানের সূচনা করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আলম বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) নাজমুল হাসান, ডিআই-১ মোহাম্মদ মাইনউদ্দিন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হকসহ পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ।