ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩
Published : Tuesday, 13 April, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। কুমিল্লার দাউদকান্দিতে ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে তিন টায় দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি বাগান বাড়ির মোহাম্মাদ আলীর বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় নাসির হোসেন, মো: সুমন, জেসমিন আক্তারকে হাতে নাতে আটক করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, এস.আই এমদাদ হোসেন, এস.আই নাজমুল হোসেন, এ.এস.আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মাদ আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ২ শত পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও রাজীব পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো, দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের মুজাফ্ফর বেপারীর ছেলে নাসির হোসেন (৩৫), দাউদকান্দি পৌরসভার দনি সতানন্দী গ্রামের অহিদ মিয়ার ছেলে মো: সুমন (৩৬) এবং সবজিকান্দি বাগানবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন আক্তার (৩৫)। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে।